ব্রেকিং
গোলাপগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ২০:২৭, ৫ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:৩১, ৫ আগস্ট ২০২৫
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ৫ আগস্ট ঠিক একবছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের। দিনটি বিজয়ের। তাঁবেদারমুক্ত বাংলাদেশের জনগণ প্রতিবছর এই দিনটিকে স্বাধীনভাবে সানন্দে বিজয় দিবস হিসেবে পালন করবে।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপুর্তি উপলক্ষে গোলাপগঞ্জ পৌর বিএনপির বিজয় র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ শুধুমাত্র ২০২৪ সালের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। ছাত্র-জনতা, কৃষক শ্রমিক, নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, শ্রমজীবী, পেশাজীবী, ফ্যাসিস্টের গুলির নিশানা থেকে কাউকেই রেহাই দেওয়া হয়নি। হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আমাদের শত শত সন্তান, শত শত ভাই ও বোনেরা চিরতরে পঙ্গু হয়ে গেছেন কিংবা চোখ হারিয়ে আজীবনের জন্য অন্ধ হয়ে গেছেন।
তিনি বলেন, মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। যেখানে দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী-অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি ‘৫ আগস্ট’ হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় বিএনপি দেশের সব গণতন্ত্রকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়।
গোলাগগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের পরিচালনায় র্যালী ও সমাবেশে বক্তব্যে এবং রাখেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহিন, সহ সভাপতি নাজিম উদ্দীন লস্কর, সহ-শ্রম বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, সহ-শিল্প বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামিম, জেলা বিএনপির সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ, মহানগর বিএনপির নেতা রেজাউল করিম নাচন, যুবদল যুগ্ন সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব জহির হোসেন তুহিন, জেলা সেচ্ছাসেবকদল নেতা জিলাল, সাবেক সংসদ সদস্য প্রয়াত সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দ আদিবা হুসেন, যুবদল নেতা, জাহাঙ্গীর, বাছিত, বাদল, দুলাল, শাহনুরসহ ছাত্রদল যুবদল সেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ।