ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:১৫, ৩০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৩:১৬, ৩০ আগস্ট ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও দলটির নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সিলেটে গভীররাতে বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাতের প্রথম প্রহর ১টার দিকে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ ছাত্রদের ব্যানারে জড়ো হন বাংলাদেশ নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বৈষম্য বিরোধী আন্দোলন নেতাকর্মীরা।
প্রথমে তারা শহীদ মিনারের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন।
ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতাকর্মীরা বলেন, সেনাবাহিনীসহ পুলিশের পেটোয়া বাহিনী নৃশংসভাবে ভিপি নুরের ওপর হাত তুলছে। প্রশাসনের নিরব ভূমিকা দেখেছি। এই আওয়ামী লীগের দূসর হচ্ছে জাতীয় পার্টি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করতে পারলেও তাদের দূসররা রয়ে গেছে। আমরা অন্তবর্তী সরকারের কাছে স্মারকলিপি দেব জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে। নয়তো আমরা আরো ভয়াবহত আন্দোলনের দিকে যাবো।
এদিকে, বিক্ষোভ তারা “ভিপি নুরের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই”, জ্বালো জ্বালো, আগুন জ্বালো” আরো বিভিন্ন স্লোগান দিতে শোনেন প্রত্যক্ষদর্শীরা। বিক্ষোভ মিছিল পরবর্তীতে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হন।