ব্রেকিং
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: ১৯:৫৮, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:৫৯, ১৫ জুলাই ২০২৫
চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার সেরা শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছে মালিহা তানজিম মাঈশা। সে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৭ নম্বর পেয়ে পেয়ে গোল্ডেন ‘এ+’ অর্জন করেছে মাঈশা। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকমহলে আনন্দের জোয়ার বইছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল জানান, মাঈশা খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো এবং বরাবরই অত্যন্ত মেধার পরিচয় দিয়ে আসছে।
মালিহা তানজিম মাঈশা ২০২২ সালে অষ্টম শ্রেণিতে সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে জেলা লেভেলে প্রথম স্থান অর্জন করেছিল। এছাড়াও বিভিন্ন শিক্ষা মূলক প্রতিযোগিতায় প্রথম হওয়ার রেকর্ড তার রয়েছে। দিরাইয়ের শিক্ষা সংশ্লিষ্ট মহলের নিকট সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত।
মালিহা তানজিম মাঈশা উপজেলার অনন্তপুর গ্রামের শিক্ষক দম্পতি মো. সজিত মিয়া ও মোছা. সানোয়ারা বেগমের বড় মেয়ে । তারা বর্তমানে দিরাই পৌর শহরের দোওজের বাসিন্দা। দুই বোনের মধ্যে মাঈশা সবার বড়। তাঁর এই সাফল্যে খুশি মা-বাবা, স্বজন, শিক্ষক-সতীর্থসহ এলাকাবাসী।
জীবনের লক্ষ্য সম্পর্কে মেধাবী শিক্ষার্থী মাঈশা জানায়, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পেশায় নিয়োজিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায় সে।