ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

৩ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৭

ব্রেকিং

Scroll
গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট
Scroll
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ
Scroll
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Scroll
সিলেটে জাল প্রবেশপত্রধারী আটক ছাত্রীকে ১ বছরের কারাদণ্ড
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬: সিলেটের ৬টি আসনে যারা লড়তে চান
Scroll
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা
Scroll
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্ধুসহ গ্রেফতার ২
Scroll
প্রবল বৃষ্টিতে সিলেট শহরে হাঁটুপানি
Scroll
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন
Scroll
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
Scroll
সিলেটে এড. শামসুল হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি
Scroll
৪ মাস পর ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
Scroll
দেশে ফিরলেন খালেদা জিয়া
Scroll
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১৪
Scroll
সিলেটে কেএফসি গুড়িয়ে পতাকা উড়ালো ছাত্র-জনতা, বাটা ও ইউনিমার্টে ভাঙচুর
Scroll
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
Scroll
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
Scroll
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

’আ.লীগের শক্তিশালী একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১৫:৫৯, ২ জুলাই ২০২৫

’আ.লীগের শক্তিশালী একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে উন্মুক্ত জলাশয় ও গো-চারণভূমি দখলের অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা সদরে তার নিজস্ব বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. মোশাহিদ তালুকদার লিখিত বক্তব্য পাঠ করেন। 

এসময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মো.মোশাহিদ তালুকদার বলেন, গতকাল একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের কাছে একটি বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগপত্র জমা দেয়, যাতে বলা হয় আমি গো-চারণভূমি ও করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয় জবরদখল করেছি। পরে এসব অভিযোগ অনলাইন পোর্টাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয়।

তিনি আরও বলেন, যে জমিকে তারা গোচারণভূমি বলে দাবি করছেন, সেটি প্রকৃতপক্ষে একটি ‘চারা রকম’ ভূমি। উক্ত জমি আমার ছোট ভাই মোবাশ্বির আলম বৈধভাবে খরিদ করে মালিকানা অর্জন করেছে। জমির স্বত্ব সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আমাদের কাছে রয়েছে এবং প্রয়োজনে যেকোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সামনে তা উপস্থাপন করতে আমরা প্রস্তুত।

একইভাবে উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগটি অস্বীকার করে তিনি বলেন, জলাশয় দখলের অভিযোগটিও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই কাউকে ওই জলাশয়ে প্রবেশ করতে বাধা দিইনি বা নিষেধ করিনি।এমনকি,এলাকাবাসীর কেউ এ ধরনের কোনো অভিযোগ কখনও করেনি। এটি একটি বিশেষ মহলের সাজানো নাটক, যার মূল উদ্দেশ্য আমাকে রাজনীতি ও সমাজে হেয় করা।

তিনি সরাসরি অভিযোগ করে বলেন, এই ষড়যন্ত্রের পেছনে আওয়ামী লীগের একটি শক্তিশালী চক্র সক্রিয়ভাবে কাজ করছে।এই চক্রান্তের মাধ্যমে তারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায়।

এসময় তিনি এ ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন