ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৪:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সিলেট নগরীর মিরাবাজার এলাকায় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মনসুর (৩০) নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনসুর জয়পুরহাটের বড় বানিয়াতুল গ্রামের জামেউল ইসলামের পুত্র। তিনি প্রায় ২০ বছর ধরে মীরাবাজার এলাকার সেবক-২ নং বাসায় গ্যারেজে বসবাস করে আসছেন এবং গ্যারেজের মালিক রিজভী মিয়ার প্যাডেল চালিত রিকশা চালাতেন।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা সকালে আগুন জ্বলতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মনসুরের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার স্ত্রীর সাথে মনোমালিন্যের জের ধরে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন।