ব্রেকিং
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: ১৫:২৮, ১৪ জুলাই ২০২৫
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতিটি স্তরে ঐক্য অত্যন্ত জরুরি। আমাদের সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দলীয় কর্মীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানবোধ বজায় রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে তুলতে হবে। কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন বিএনপি সর্বদা প্রস্তুত থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য মো. শহিদুল ইসলাম, মো. কামাল খন্দকার, বকুল তালুকদার, শহীদুল ইসলাম আকাশ, আলী হোসেন, নির্মল রায়, বিনয় সরকার ও মো. ফুল মিয়া।
পরিচিতি সভা শেষে দলীয় নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপির কার্যক্রম চালিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।