নিউইয়র্কের ম্যানহাটনে ব্যস্ততম একটি বাস টার্মিনালে সন্ত্রাসী হামলার সময় এক বাংলাদেশি তরুণকে গ্রেফতার করা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে`কে হত্যার পরিকল্পনার অভিযোগে যুক্তরাজ্যে এক বাংলাদেশিকে গ্রেফতারের কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল।
এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবদ্ধি হতে পারে। বাংলাদেশ এ হামলার নিন্দা জানিয়েছে।সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে অফিসযাত্রার সময় টাইম স্কয়ারের পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর এক ব্যক্তিকে আহতাবস্থায় গ্রেফতার করা হয়।