ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা, নিহত ৩

প্রকাশ: ১৪:১১, ৭ অক্টোবর ২০১৭

সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা, নিহত ৩

সৌদি আরবের জেদ্দার রাজপ্রাসাদে হামলাচেষ্টার ঘটনায় দুইজন নিরাপত্তা রক্ষী ও এক হামলাকারী নিহত হয়েছে।

শনিবার এ হামলার চেষ্টা হয় বলে খবর দিয়েছে আল জাজিরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার কিং আবদুল আজিজ ও আন্দালুস সড়কের পাশে অবস্থিত আল সালাম প্যালেসে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পর রিয়াদের মার্কিন দূতাবাস সৌদিতে মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করার নির্দেশ দিয়েছে।

দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। তবে এ হামলার ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়া হয়নি।

সম্প্রতি সৌদি আরবে শিয়া অধ্যুষিত বিভিন্ন মসজিদ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে।

গত জুলাইয়ে সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদে হামলার একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এর আগে দেশটির শত শত নাগরিক আইএস জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে সৌদি ছেড়ে সিরিয়ায় পাড়ি জমায়।

সিলেট নিউজ ২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন