ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২১:২৩, ৩ নভেম্বর ২০২৫
সিলেট ও সুনামগঞ্জের ৭ জনের ছবি
সোমবার বিএনপির চেয়ারপর্সনের গুলশান অফিস থেকে ২৩৭টি আসনের ঘোষিত প্রার্থীর মধ্যে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপির প্রাথীর নাম ঘোষনা করা হয়েছে। অপর ৫টি আসন স্হগিত রাখা হয়েছে।
সিলেট জেলায় ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী করেছে বিএনপি।
এগুলোর মধ্যে রয়েছে সিলেটের সবচেয়ে আলোচিত সিলেট -১ (মহানগর-সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ২০১৮ সালে এই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। অপর তিন প্রার্থী প্রবাসীনেতা সহ নতুন মুখ।
এর মধ্যে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে প্রার্থী নিখোজ সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা, সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ–দক্ষিণ সুরমার একাংশ) আসনে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. এ. মালিক এবং সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৩টিতে প্রার্থী ঘোষনা করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ-১ সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ-৩ যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়সর আহমদ, সুনামগঞ্জ – ৫ আসনে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
মৌলভীবাজারের ৪টি আসনে সবকটিতেই প্রাথী ঘোষনা করা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার -১ আসনে নাসির উদ্দিন আহমদ মীঠু, মৌলভীবাজার -২ আসনে শওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর রহমান চৌধুরী।
হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ৩টিতে প্রার্থী দেয় হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ- ২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে আলহাজ্ব জিকে গউস, হবিহঞ্জ-৪ আসনে এস এম ফয়সাল।
সিলেটের ১৯টি আসনের মাঝে ৫টি আসনে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেট-৪ (জৈন্তাপুর–গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ) এবং সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) । সুনামগঞ্জের ২ ও ৪ আসন এবং হবিগঞ্জ-১ আসন।
দলীয় সূত্র জানিয়েছে, স্থানীয় নেতাদের মতামত ও জোটগত সমন্বয়ের পর ওই আসন গুলোতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।