ব্রেকিং
অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৩:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় এক বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ।
আটক ব্যক্তির নাম মিজানুর রহমান চৌধুরী, যিনি সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে তার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (২২ সেপ্টেম্বর) জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী আগে থেকেই অবস্থান নিয়ে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আখতার হোসেন। তার সামনেই ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। এ সময় একটি ডিম আখতার হোসেনের পিঠে গিয়ে লাগে ও ফেটে যায়।
ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশ সেখানে উপস্থিত আওয়ামী লীগ সমর্থকদের মধ্য থেকে মিজানুর রহমান চৌধুরীকে আটক করে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে জনশৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণাত্মক আচরণের অভিযোগ আনা হয়েছে।
এনসিপি অভিযোগ করেছে, এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসের অব্যবস্থাপনাই দায়ী। নিউইয়র্কভিত্তিক সাংবাদিক সঞ্জীবন সরকারও নিশ্চিত করেছেন যে, ঘটনাটির পর পুলিশ দ্রুত অভিযানে নামে এবং জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করে।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির পাঁচজন শীর্ষ নেতা। তারা নিউইয়র্কে পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এ সময়ই আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।