ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৮:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেট নগরীতে অবৈধ সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে।
বুধবার বিকেলে উপশহরে এসএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, নগরী পুরোপুরি ব্যাটারি চালিত রিকশামুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং মোটরসাইকেল আরোহীদের জরিমানা না করে হেলমেট কিনাবে এসএমপি।
ফুটপাত দখলমুক্তকরণ প্রসঙ্গে তিনি বলেন, লালদিঘীরপারে হকার্স মার্কেটের প্রস্তুতি সম্পন্ন হলে শিগগিরই ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু হবে। সিলেটকে নিরাপদ, হকারমুক্ত ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধ গাড়ি পার্কিং বন্ধেও উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হবে।
অবৈধ সিএনজি অটোরিকশার পেছনে টোকেন বাণিজ্যে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন কমিশনার।
এছাড়া অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে নগরীর বিভিন্ন হোটেলে নিয়মিত অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, যদি এসব কার্যকলাপ বন্ধ না হয় তবে সংশ্লিষ্ট হোটেল সিলগালা করা হবে।