ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫
সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন।
গত তিন দিন ধরে চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।
প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সিলেট নগরীতে নিবন্ধনবিহীন টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। এতে একদিকে ট্রাফিক আইন অমান্য হচ্ছিল, অন্যদিকে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। একই সঙ্গে নগরবাসীর ভোগান্তি এবং পরিবহন খাতে অরাজকতা সৃষ্টি হচ্ছিল।
অভিযানের সময় নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে এসব যানবাহন শনাক্ত করে চার্জিং সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে অনেক অটোরিকশা ও টমটম হঠাৎ করে রাস্তায় থেমে যায়। এতে পরিবহন চালক ও যাত্রী উভয়েই বিপাকে পড়লেও সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে এ অভিযান পরিচালিত হবে। নিয়ম ভেঙে অবৈধভাবে যানবাহন চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন আরও জানায়, নগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।