ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৭:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকরা দিনব্যাপী বিক্ষোভ, ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে। সিটি করপোরেশনের প্রধান ফটক ভাঙচুরের চেষ্টা চালানোর পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপও করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিটি করপোরেশনের একটি গাড়ি ও একটি সিএনজি অটোরিকশাসহ মোট দুটি যানবাহন ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।
এসময় নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর ও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ ও গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভে অংশ নেন মালিক-শ্রমিকরা। এর আগে সকাল থেকে চালকরা নগরীর চৌহাট্টায় আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
মিছিলকারীরা পথে পথে ‘পারমিট চাই’, ‘রিকশা চালাতে দাও’, ‘গরিবের পেটে লাথি মারো না’—এমন শ্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন। পরে জেলা প্রশাসকের কাছে অটোরিকশা চালানোর অনুমতি চেয়ে স্মারকলিপি প্রদান করেন প্রতিনিধি দল। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর তারা কার্যালয় ত্যাগ করেন।
বিক্ষোভ শেষে চালকরা বন্দরবাজার পয়েন্টে সমবেত হয়ে একই দাবিতে স্লোগান দেন। এসময় তারা আগামীকালকের মধ্যে জব্দ করা অটোরিকশা ফেরত দেওয়া ও রাস্তায় গাড়ি বের করলে হয়রানি না করার দাবি জানান।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, তারা সতর্ক অবস্থানে আছে এবং যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় প্রস্তুত।
এই বিক্ষোভ ও উত্তেজনার ফলে নগরীর যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।