ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

৩ অগ্রাহায়ণ ১৪৩২, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

Scroll
আজ থেকে সিলেটে প্রশাসনের ‘চিরুনি অভিযান’
Scroll
বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মাদকসহ নারী যাত্রী আটক
Scroll
সাদাপাথর লুট: মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে
Scroll
সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিটের মূল্য প্রকাশ
Scroll
জাফলং চা বাগানে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
Scroll
গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট
Scroll
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ
Scroll
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Scroll
সিলেটে জাল প্রবেশপত্রধারী আটক ছাত্রীকে ১ বছরের কারাদণ্ড
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬: সিলেটের ৬টি আসনে যারা লড়তে চান
Scroll
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা
Scroll
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্ধুসহ গ্রেফতার ২
Scroll
প্রবল বৃষ্টিতে সিলেট শহরে হাঁটুপানি
Scroll
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন
Scroll
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
Scroll
সিলেটে এড. শামসুল হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি
Scroll
৪ মাস পর ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
Scroll
দেশে ফিরলেন খালেদা জিয়া
Scroll
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১৪
Scroll
সিলেটে কেএফসি গুড়িয়ে পতাকা উড়ালো ছাত্র-জনতা, বাটা ও ইউনিমার্টে ভাঙচুর
Scroll
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
Scroll
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
Scroll
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঘোষনা

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৯:০৯, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:১১, ২৮ অক্টোবর ২০২৫

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নিয়ে অপপ্রচার বন্ধ ও নির্ধারিত স্থানে স্থাপনের দাবি জানিয়েছেন সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি। এব দাবি বাস্তবায়ন না মানলে আগামী ৩ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শান্তিগঞ্জ সমিতির নেতারা এই দাবি দ্রুত বাস্তবায়ন ও কর্মসূচি পালনের কথা জানান।

সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, পাঁচ বছর আগে সুবিপ্রবি প্রতিষ্ঠিত হওয়ার পর গত তিন বছরে দীর্ঘ পথপ্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প তৈরি করা হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এরই মধ্যে কোটি কোটি টাকা খরচও হয়েছে। 

সম্প্রতি ঘাপটিমেরে থাকা একটি স্বার্থান্বেষী মহল হঠাৎ করে হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়টির অগ্রযাত্রা বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্হানটি জেলার মধ্যবর্তী ও ১২ উপজেলাবাসীর সুবিধাজনক স্থানে অবস্থিত।

লিখিত বক্তব্য পাঠ করেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির সভাপতি মোঃ কবিরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তারা বলেন, হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের কাক্সিক্ষত স্বপ্ন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০২০ সালে জাতীয় সংসদে ২৩ নম্বর আইন পাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 

আইনে বিশ্ববিদ্যালয়টি শান্তিগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলার পাশে অবস্থিত দেখার হাওরপাড়ে স্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে। 

দীর্ঘ তিন বছর ফিজিবিলিটি স্ট্যাডিসহ নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে উন্নয়ন প্রকল্প তৈরি করা হলেও কিছু স্বার্থান্বেষী মহল স্থানান্তরের ষড়যন্ত্রে লিপ্ত।

শান্তিগঞ্জ সমিতির নেতারা বলেন, তারা মিথ্যা-বানোয়াট তথ্যের আশ্রয় নিয়ে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শহরের শুটি কয়েক স্বার্থপর ব্যক্তি প্রতিবেশ-পরিবেশের দোহাই দিয়ে ধুলো উড়াচ্ছেন। তাদের এই হীনস্বার্থ চরিতার্থ করতে গেলে সরকারের কোটি কোটি টাকার অপচয় হবে এবং বিশ্ববিদ্যালয়টি তার কার্যক্রম ও অগ্রযাত্রায় হোচট খাবে। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাস্তবায়ন করতে আরও কয়েক বছর পিছিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের বিশাল কর্মযজ্ঞের চাপ সুনামগঞ্জের মত ছোট্ট শহরের পক্ষে সহনীয় হবে না বলে মনে করেন বৃহত্তর সুনামগঞ্জবাসী। তারা বলেন, এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে বৃহত্তর সুনামগঞ্জবাসীর অনুরোধ বিশ্ববিদ্যালয়টি পূর্ব নির্ধরিত স্থানে স্থাপনের উদ্দেশে প্রক্রিয়াধীন প্রকল্পটি দ্রুত অনুমোদন করে হাওরাঞ্চলে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করবেন।

এছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অনুমতি সাপেক্ষ ১ম ও ২য় ব্যাচের ক্লাস নির্ধারিত জায়গার সন্নিকটবর্তী অস্থায়ী ক্যাম্পাসে পুরোদমে চলমান। শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে দুটি হলের ব্যবস্থা করা হয়েছে। 

পরিবহন সুবিধার জন্য একটি দোতলা বাস ক্যাম্পাস থেকে সুনামগঞ্জ পর্যন্ত নিয়মিত যাতায়াত করছে। বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানটির অধিকাংশই খাসজমি আছে এবং মালিকানাধীন জমির মূল্য আনুপাতিক হারে অনেকটা কম। জমিগুলো হাওরপাড়ঘেঁষা হওয়ায় বিশ্ববিদ্যালয়টি হবে এই অঞ্চল তথা পুরো বাংলাদেশের জন্য খুবই প্রাকৃতিক ও মনোমুগ্ধকর এবং পরিবেশবান্ধব।

ক্যাম্পাসটি সুনামগঞ্জ শহর থেকে ৮-১০ কিলোমিটার দূরে জানিয়ে তারা বলেন, বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় শহরের ১৫-২০ কিলোমিটার, এমনকি ৫০ কিলোমিটার দূরেও প্রতিষ্ঠিত হতে দেখা যায়। এখানে একাডেমিক, নিরাপত্তা, পরিবহন ব্যবস্থা ইত্যাদি জেলার মধ্যবর্তী অঞ্চল বিবেচনায় স্থানটি সুনামগঞ্জ জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সর্বোৎকৃষ্ট এবং উপযুক্ত জায়গা। 

নির্ধারিত স্থানটি উঁচু স্থানে হওয়ায় মাটি ভরাট, রিটেইনিং ওয়ালসহ সীমানা প্রাচীর এবং এপ্রোচ রোড নির্মাণে খরচ অনুপাতিক হারে কম হওয়ার কথা। ভবিষ্যতে অন্যান্য অবকাঠামোগুলো নির্মাণেও অনেক সুবিধা পাওয়া যাবে। সুনামগঞ্জ জেলার মানচিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায় স্থানটি জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সিলেট-সুনামগঞ্জ হাইওয়ের প্রায় কাছাকাছি হওয়ায় জেলার ১২টি উপজেলাসহ সারাদেশের সঙ্গে সহজ যোগাযোগ সুবিধা রয়েছে। 

আশেপাশে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, আব্দুল মজিদ কলেজ, মৎস্য হ্যাচারী ও ট্রেনিং সেন্টার, ধান গবেষণা ইনস্টিটিউট, বিটাক, ভোকেশনাল ইনস্টিটিউট, দাখিল মাদরাসা, কয়েকটি উচ্চ বিদ্যালয় ও কলেজ, কয়েকটি কওমি মাদরাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। এলাকাটি ইতোমধ্যে জেলার একাডেমিক জোন হিসেবে পরিচিতি লাভ করেছে।

এছাড়াও জরুরি সেবা ফায়ার সার্ভিস স্টেশন, পুলিশ স্টেশন, ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স, ইউএনও অফিসসহ প্রশাসনিক অফিস থাকায় নিরাপত্তার দিক থেকে এই স্থানটি উল্লেখযোগ্যভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, এতসব সুযোগসুবিধা থাকার পরও একটি মহল ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে মিথ্যা তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্ভাবনাকে অঙ্কুরে বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছেন। তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরে চাপসৃষ্টি ও অনৈতিকভাবে ক্ষমতা প্রয়োগ করে বিষয়টি জটিল থেকে জটিলতর করার চেষ্টায় আমরা উদ্বিগ্ন।

যথাস্থানে বিশ্ববিদ্যালয়টির স্থাপন কার্যক্রম শুরুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমিতির পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সমিতির পক্ষ থেকে দেশবরণ্যে আইনজ্ঞদের সাথেও আলাপ আলোচনা হয়েছে। 

এরপরও ক্যাম্পাস স্থানান্তরের অপচেষ্টা হলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন কর্মসূচির হুশিয়ারি দেন তারা। 


উপস্থিত ছিলেন- সমিতির সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি মশিউর রহমান জায়গীরদার, সুয়েব আহমদ, রেজওয়ানুল হক, তালেব হোসেন, বাবলুল হক, যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, কোষাধ্যক্ষ মোঃ সাইরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন, সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান নূর, নির্বাহী সদস্য সোহাগ মিয়া, ফিরোজ আহমদ ফিরোজ ও ইমামুল তালুকদার তপন প্রমূখ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন