ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সিলেটের জাফলং পরিদর্শনকালে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের ৪ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার ৩ মাস পর সিলেট জেলা ও দায়রা জজ আদালতে সোমবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামীরা হলেন- গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, সিনিয়র সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিস্কৃত) জাহিদ খান।
উল্লখ্য, ১৪ জুন সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা।
এ সময় জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন তাঁরা। এ ঘটনায় করা মামলায় ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়।
এ ঘটনার পরদিন ১৫ জুন রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক ওবায়েদ উল্লাহ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগ আনা হয়। এতে ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি ১০০-১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।