ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৮:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫
প্রতিকী ছবি
সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও জনপ্রতিনিধি মো. আব্দুন নূর-এর মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)।
তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও জয়কলস উজানীগাঁও রশিদিয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
মরহুমের ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ যোহর সিলেট নগরীর জালালাবাদ আ/এলাকার (৩০/৩) বাসায় রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া, মরহুমের শান্তিগঞ্জের উজানীগাওঁ গ্রামের জামে মসজিদে বাদ আসর পরিবারের মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে পরিবারের পক্ষ থেকে মরহুমের কনিষ্ঠ পুত্র দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশিকে অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।