ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২০:৪৭, ২৩ আগস্ট ২০২৫
সিলেটের ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে নামার পর লোকজন যেন দেখে বুঝতে পারে এটা সিলেট শহর। আমরা যেন গর্ব করতে পারি, হ্যাঁ এটাই আমাদের সিলেট। সে জন্য বিমানবন্দর থেকে শহর পর্যন্ত রাস্তার দু’পাশে সৌন্দর্য আরও বাড়াতে লাগানো হবে গাছ। ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করবো।
শনিবার সন্ধ্যায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম এই প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, সিলেট একটি আধ্যাত্মিক পর্যটন নগরী। সারাবছর দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভ্রমণে আসেন। জাফলং সাদাপাথর লালাখালসহ সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আসা পর্যটকদের স্বাগত জানাতে এই নগরীর সৌন্দর্যবৃদ্ধির ব্যাপারে আমরা সচেতন।
সিলেট বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার দেবোজিৎ সিংহ। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সুদীপ্ত রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নাসির উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।