ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৭:৪২, ৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাজ্যস্হ চ্যারেটি সংস্থা 'গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ড' এর উদ্যোগে সিলেট নগরীতে অসহায়, সুবিধাবঞ্চিত ও শারিরীক প্রতিবন্ধী লোকজনদের মধ্যে রিকশা, হুইলচেয়ার ও ঠেলাগাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে নগরীর রেজিষ্ট্রারী মাঠে এক অনুষ্ঠানে তালিকাভুক্ত লোকজনের হাতে তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসায় ট্রাস্টের প্রশংসা করে বলেন, এধরণের মহৎ উদ্যোগ যেন আরও তৃণমূল পর্যায়ের বিস্তৃত লাভ করে সেদিকে খেয়াল রাখতে হবে।
প্রবীন রাজনীতিবীদ সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মাওলানা এমরান আলমের সঞ্চালনায় বিতণ উদ্বোধন করেন প্রবীন রাজনীতিবীদ মাওলানা রেজাউল করিম জালালী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা এ.কে এম আবু তাহের চৌধুরী, সিলেট সিটির সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সামিউর রহমান মুসা, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ’র সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, মাওলানা পীর আব্দুল জব্বার, আমেরিকা প্রবাসী মাওলানা মুহিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এহিয়া চৌধুরী, মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা আলমাছ উদ্দিন, প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ কয়েস আহমদ, হাফিজ ফয়েজ আহমদ, মাওলানা আইয়ুব আলী, মো. আবুল তাহের।
উল্লেখ্য ট্রাস্টের পক্ষ থেকে ১৬টি রিকশা, ২০টি হুইলচেয়ার, ১০টি ঠেলাগাড়ি সহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল কর্মজীবী, শারিরীক প্রতিবন্ধী ও বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের বিতরণ করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, প্রত্যেক মানুষেরই জন্মগতভাবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। গরীব ও প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের একটি অংশ। তাদের মর্যাদা ও ভোগের সমান অধিকার বাস্তবায়নে অতীতের ন্যায় আগামী দিনেও ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা আশাবাদ ব্যক্ত করেন।