ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৮:২১, ৮ সেপ্টেম্বর ২০২৫
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বহুকাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণ আজ উন্মুখ। অথচ বিভ্রান্তি সৃষ্টি করে জনগণকে ভুল পথে চালানোর চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্রের বিরোধীরা আর কখনো জনগণের পাশে দাঁড়াতে পারবে না।
সোমবার বিকেলে দক্ষিণ সুরমার চন্ডীপুলে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, যা হবে রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। তার নেতৃত্বেই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক-অর্থনৈতিক অঙ্গনে মৌলিক পরিবর্তন আসবে।
কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই দেশের প্রকৃত মালিক। জনগণের ভোটে নির্বাচিত হয়েই তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজবে।
এসময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, বদরুল ইসলাম জয়দু, ডাঃ এনামুল হক, সহ সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, আপ্তাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, আবুল হাসনাত, জামাল মেম্বার, আজমল আলী, আব্দুল মালিক মল্লিক, আফরোজ আলী, ময়নুল ইসলাম মঞ্জু, পাবেল রহমান, সাদেক আহমদ, নুরুল ইসলাম, রায়হানুল হক, লুৎুফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।