ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২১:১০, ১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:১২, ১ সেপ্টেম্বর ২০২৫
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ বঙ্গবীর জেনারেল ওসমানী ছিলেন একজন ব্যতিক্রমী আদর্শ মানুষ। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন চৌকষ তরুণ সামরিক কমান্ডার। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি বীরত্বপূর্ণ অবদান ও ঐতিহাসিক দায়িত্ব পালন করেন।
বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার রাতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন এবং সিলেট বিভাগ নাগরিক ফোরাম-এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক-লেখক ও ওসমানী বিষয়ক গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
বক্তারা বলেন, তার দায়ত্বশীল কর্মের মধ্যমে আন্তার্জতিকর পরিমন্ডলে সামরিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। সেই সাথে বাংলাদেশীদের বীরের জাতি হিসেবে পরিচিত করেছেন বিশ্ববাসীর কাছে । তাঁর অকৃত্রিম দেশপ্রেম, অনুকরণীয় নীতি ও আদর্শবোধ, মানবিক গুণাবলী আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার অনন্য উৎস হয়ে কাজ করবে অনাদিকাল।
বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন, সিলেট বিভাগ নাগরিক ফোরাম, সিলেট বিভাগ গণদাবি ফোরাম এবং জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, সিলেট-এর যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
এত বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ লেখক-কলামিস্ট আফতাব চৌধুরী, শাহজালাল বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ আদালতের
পিপি বদরুল আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে শুভেচছা বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এবং জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি এডভোকেট আব্দুর
রহমান চৌধুরী।
বঙ্গবীর ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন চৌধুরী, সাংবাদিক চৌধুরী দিলওয়ার হোসেন জিলন, সিনিয়র সাংবাদিক আমিরুল হোসেন চৌধুরী এহিয়া ও সমাজসেবী আনোয়ার চৌধুরী প্রমুখ। সাংবাদিক ও সংগঠক হেলাল নির্ঝর এর প্রাণবন্ত সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেব মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী।