ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২০:১৪, ৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৬, ১০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সিলেট মহানগর মহিলা দল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কেমুসাস এর হলরুমে আলোচনা সভা ও কেক কটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে শুধু পুরুষ নয়, নারীর ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। রাজপথের আন্দোলনে নারীদের আত্মত্যাগ ও সাহসিকতা সবসময়ই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যদি এ ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়, তবে মহিলা দলের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া এই জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিন ধরে নিরলসভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে দলের বিজয় অর্জনে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদযাপন অনুষ্ঠানে সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম রোজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের রেহানা ফারুক শিরীন, আছমা আলম, পারভিন বেগম, হাফসা বেগম, বিলকিস জাহান, শাফিয়া খাতুন মনি, তানিয়া সুলতানা, রিনা হোসেন, মুক্তা বেগম, ফাতেমা আক্তার পারভীন, ফরিদা আক্তার চৌধুরী, নুরজাহান আক্তার লাকী, হালিমা কবির, তামান্না আহমেদ, শারমীন আক্তার প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হালিমা বেগম। আলোচনা সভা শেষে সম্মিলিতভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযান করা হয়।