ব্রেকিং
প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ১৬:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর শাহজালাল উপশহরস্থ সংগঠন কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, সদস্য সাজুওয়ান আহমদ, ফরহাদ আলী ইমন, একেএম মনোয়ার হোসেন, ইফতেখার আহমদ, আখতারুল ইসলাম, জহিরুল ইসলাম, সাব্বির আহমদ, লোকমান আহমদ মাছুম, কাজী মাহবুব হোসেন, জিহাদ আহমেদ, ওয়াসি মাহমুদ, জাবেদুর রহমান, শ্রী আনন্দ পাত্র ও হারুনুর রশীদ প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।
সভায় সিলেটের সিএনজি পাম্পগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভায় জালালাবাদ গ্যাস ও বিষ্ফোরক অধিদপ্তরের সিএনজি পাম্প ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকান্ডের তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। সমস্যা সমাধানে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তপক্ষের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।