ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

Scroll
আজ থেকে সিলেটে প্রশাসনের ‘চিরুনি অভিযান’
Scroll
বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মাদকসহ নারী যাত্রী আটক
Scroll
সাদাপাথর লুট: মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে
Scroll
সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিটের মূল্য প্রকাশ
Scroll
জাফলং চা বাগানে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
Scroll
গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট
Scroll
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ
Scroll
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Scroll
সিলেটে জাল প্রবেশপত্রধারী আটক ছাত্রীকে ১ বছরের কারাদণ্ড
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬: সিলেটের ৬টি আসনে যারা লড়তে চান
Scroll
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা
Scroll
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্ধুসহ গ্রেফতার ২
Scroll
প্রবল বৃষ্টিতে সিলেট শহরে হাঁটুপানি
Scroll
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন
Scroll
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
Scroll
সিলেটে এড. শামসুল হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি
Scroll
৪ মাস পর ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
Scroll
দেশে ফিরলেন খালেদা জিয়া
Scroll
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১৪
Scroll
সিলেটে কেএফসি গুড়িয়ে পতাকা উড়ালো ছাত্র-জনতা, বাটা ও ইউনিমার্টে ভাঙচুর
Scroll
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
Scroll
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
Scroll
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

সিলেটে সহপাঠীর মৃত্যুতে স্কলার্সহোম’র শিক্ষার্থীদের বিক্ষোভ, আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার:

প্রকাশ: ১৩:০০, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে সহপাঠীর মৃত্যুতে স্কলার্সহোম’র শিক্ষার্থীদের বিক্ষোভ, আল্টিমেটাম

সংগৃহীত ছবি

সিলেটের স্কলার্সহোমের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে শাহী ঈদগাহ ক্যাম্পাস। শিক্ষার্থীরা সহপাঠির মৃত্যুতে ক্ষোভে ফেটে পরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কৌশলে ক্যাম্পাস বন্ধ করে দেয়ার পর শতশত ছাত্র-ছাত্রী তা অমান্য করে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে দানিয়ালের মৃত্যুর তীব্র প্রতিবাদ জানান এবং বিভিন্ন দাবিতে স্লোগানে স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তুলেন। তাদের সাথে অনেক অভিভাবকেরাও যোগ দেন।

বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা কলেজের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ এবং দুজন শিক্ষকের বহিস্কার দাবি করেন।

শিক্ষার্থীরা বলেন, ’এটি আত্মহত্যা নয়’, বরং বিভিন্নভাবে দানিয়ালের অভিভাবকদের সরাসরি চরমভাবে অপমান ও মানসিকভাবে চাপে ফেলে তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, আজমানকে পরিকল্পিতভাবে অপমান ও হেনস্তা করা হয়েছিল। এমনকি প্রতিবাদে নামা শিক্ষার্থীদের ওপরও হুমকি দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

শিক্ষার্থীরা আজমানের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির পাশাপাশি বেশ কিছু দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ভিপি আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ, শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবার অপসারণ, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে হেনস্তা না করার নিশ্চয়তা, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা যেন পরীক্ষায় অংশ নিতে বাধাগ্রস্ত না হয়, কলেজের নোটিশ বোর্ডেরে আগের নোটিশ প্রত্যাহার করে আনুষ্ঠানিক সংবাদ বিবৃতি প্রকাশ, অভিভাবকের সঙ্গে অসদাচরণ বন্ধ ও শিক্ষার্থী-বান্ধব নীতি প্রণয়ন, পরীক্ষার রুটিন তৈরিতে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত আক্রোশের ভিত্তিতে শিক্ষার্থী হেনস্তা বন্ধ, ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা চালু ইত্যাদি।
সকাল থেকে বিক্ষোভ শেষে দুপুরে শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। তবে তারা জানিয়েছেন, আগামীকাল সোমবার আবারও ক্যাম্পাসে ফিরে এসে আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “শোক প্রকাশের আড়ালে প্রতিবাদ দমন করা যাবে না। আমরা আজমানের হত্যার ন্যায়বিচার চাই।”

উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দানিয়ালের পরিবার এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। 

দানিয়ালের মায়েরও অভিযোগ, প্রি-টেস্ট পরীক্ষায় ফেল করায় দানিয়ালকে অপমান করে স্কলার্সহোম কর্তৃপক্ষ। এছাড়া অভিভাবকদের ডেকে এনে অপমান ও কলেজ থেকে ছাড়পত্র (টিসি) প্রদান করা হয়। এতে সে ভেঙে পড়েছিল। কলেজ কর্তৃপক্ষের এই অপমানজনক আচরণই তাঁর মৃত্যুর কারণ।

কলেজ প্রিন্সিপালের বক্তব্য 

স্কলার্সহোমের ছাত্র আজমান ও তার পরিবারের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করে স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেছেন, শিক্ষার্থীরা আজ (রোববার) কিছু দাবি দেয়েছেন। আমরা এগুলো গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আত্মহত্যার খবর শুনে বাসায় গিয়েছিলাম। এটি খুবই দুঃখজনক।

প্রি-টেস্টে অকৃতকার্য হলে ছাড়পত্র প্রদান করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা কাউকে ছাড়পত্র দেইনা। সে এখতিয়ারও আমাদের নেই। এটি শিক্ষাবোর্ড অনুমোদন করে। তবে খারাপ ছাত্রদের অভিভাবদের আমরা অনুরোধ করি কাউকে অপমান করি না।

পুলিশের বক্তব্য
এব্যাপারে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই মৃত্য নিয়ে ছাত্রের মা-বাবা কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। কিন্তু ছাত্রের চাচা তারেক আহমদ চৌধুরী বাদি হয়ে এয়ারপোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এটা আইনগতভাবে নিষ্পতি করা হবে। তিনি বলেন, এর আগে আত্মহত্যার পর আমরা পরিবারের সাথে যোগাযোগ করেছি। কোনো অভিযোগ না থাকায় পোস্টমর্টেমের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনলাইন এ্যক্টিবিস হাসান চৌধুরী মন্তব্য করেন, সিলেট স্কলার্সহোম কলেজের শিক্ষকরা মা-বাবার সামনে খারাপ রেজাল্ট করার অপরাধে অপমান করে ছেলেটিকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। 

রোটারিয়ান আনোয়ার শিপন বলেন, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি স্কুল কর্তৃপক্ষের রুঢ় আচরণ দুঃখজনক। এমন আচরণের কারণে অনেক ঘটনার জন্ম হয়, অনেক তাজাপ্রাণ অকালে জড়ে যায়। প্রতিটি স্কুল যেন এব্যাপারে সচেতনতা অবলম্বন করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন