ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৩:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সিলেটের ৯টি কেন্দ্রে আগামী শুক্রবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন (১৯ সেপ্টেম্বর) পরীক্ষা চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোর আশপাশে জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি সূত্র জানায়, পরীক্ষাকেন্দ্র থেকে ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈ-চৈ ইত্যাদিসহ বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানান, জননিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা মানতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিসিএস পরীক্ষার জন্য সিলেটে নির্ধারিত ৯টি কেন্দ্র হলো-নগরীর চৌহাট্টাস্থ সরকারি মহিলা কলেজ ও পাশে সরকারি আলিয়া মাদরাসা, মিরের ময়দানের ব্লু-বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, লামাবাজারে সরকারি মদন মোহন কলেজ, জিন্দাবাজারের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজারে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, কালিঘাটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জিন্দাবাজারের তাঁতিপাড়ায় দি এইডেড হাই স্কুল।