ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৬:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৫
• এসএমপির মোবাইল টিমের দিন-রাত টহল পরিচালনা
• পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন
• সিটি করপোরেশনের ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু
হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধি, সিটি করপোরেশনের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদ্যাপন কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা প্রশাসক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক তল্লাশি, দায়িত্বশীল স্বেচ্ছাসেবক নিয়োগ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট অনন্য। এই ঐতিহ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা পালিত হবে।”
যে কোনো গুজব প্রতিরোধ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি জানান, প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হবে।
সভায় গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিরা জানান, সব পূজামণ্ডপ থাকবে গোয়েন্দা নজরদারিতে। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের মোবাইল টিম দিন-রাত টহল পরিচালনা করবে। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবিও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
এছাড়া দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হবে, যা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।