ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৪:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৫:১২, ২২ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই দেশ ফিরে নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমানের দেশে ফেরার এবং তাঁর নিরাপত্তার বিষয়টি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ দেখছেন। এনিয়ে সরকারের সাথেও আলোচনা হচ্ছে।
তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে মেন্ডেট দিলে তারেক রহমানই দেশের দায়িত্ব নিবেন।
ব্যারিস্টার সালাম বলেন, একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি করছে তা এদেশের সাথে মানানসই নয়। পিআর সম্পর্কে এদেশের মানুষের ধারণাই নেই। তাই অযথা পিআর দাবি সাধারণ মানুষ গ্রহণ করবে না।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামী বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক দেশ। যেখানে সাধারণ মানুষ তাদের আশা আকাংঙার প্রতিফলন দেখতে পারবেন।
তিনি আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সিলেট-৩ আসনের মাটি ও মানুষের সাথে আমার যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে সেই হিসাবে এই আসনে তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।