ব্রেকিং
প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ২০:৩৮, ২৮ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:৪১, ২৮ আগস্ট ২০২৫
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় বলেছেন প্রত্যেক কৃষককে ফার্মাস কার্ড প্রদান করা হবে। তারেক রহমান এদেশের মানুষের কথা চিন্তা করেন, কৃষকদের কথা চিন্তা করেই তিনি ফার্মাস কার্ডটি প্রবর্তন করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ফ্রান্স বিএনপি নেতা বিলাতুর রাজা ও স্বেচ্ছাসেবকদল নেতা আজিজুল হোসেন আজিজের সার্বিক সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকদের মধ্যে সার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক কৃষক রেজিস্ট্রেশন করে সরকারের কাছ থেকে ফার্মাস কার্ড নিয়ে আসবে, যে কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে সার, বীজ পাবেন, যার জন্য কৃষকরা ফলন ফলাবেন। ফলন ফলানোর পর যে ফলন হবে সেটা আবার সরকারি উদ্যোগে সরকার কিনে নিয়ে যাবে এই ফার্মাস কার্ডের বদৌলতে। এটা বিএনপির অঙ্গীকার, তারেক রহমানের অঙ্গীকার। এই অঙ্গীকারটুকু আমরা বাস্তবায়ন করব।
এমরান আহমদ আরও বলেন, ধানের শীষ কৃষকদের প্রতীক, ধান কৃষকরা ফলায়। সুতরাং; কৃষকরাই আমাদের অগ্রাধিকার, অনুপ্রেরণার উৎস, শক্তিশালী অঙ্গ। কৃষকদের জন্য আমরা সর্বোচ্চ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে ভাবে অতীতে করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে সকল কৃষকরা ফসল ফলান তারা প্রকৃত দাম পান না। তারেক রহমান বলেছেন, প্রতিটা ইউনিয়নে একটি করে বাজার কেন্দ্র স্থাপন করা হবে, যে বাজার কেন্দ্রে কৃষকরা তাদের ফসল নিয়ে যাবেন। সেখান থেকে সরকার বাজারের দাম দিয়ে কৃষকদের ফসল কিনে নিয়ে যাবে। কৃষকরা যে ধান ফলাবে সরকার একটা দাম নির্ধারণ করে দিবে জনগণ যদি নাও নেয় সরকার কিনে নিয়ে যাবে। সেটাই বিএনপির অঙ্গীকার। এর ধারা মানুষ-জনগণ উপকৃত হবে।
অনুষ্ঠানে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম গেদাই'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম সম্পাদক এস এ রিপন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সলচু মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিলাল আহমদ, জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যু্গ্ম আহবায়ক জাবেদুর রহমান রিপন, শরীফগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম হৃদয়।
এছাড়া উপস্থিত ছিলেন-গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, সিলেট জেলা তরুণ প্রজন্মদলের সাবেক সহসভাপতি মো.ইমদাদুল হক জগলু, মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শরীফগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান রনি, যুবদল নেতা সাদিক আহমদ, ওয়াহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শরীফগঞ্জ ইউনিয়নের ১৮৫জন কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়। এদিন বিকেলে হাকালুকি বাজারে একই ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের কৃষকদের মাঝে সার বিতরণ করেন তিনি। এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।