ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৭:০৬, ২১ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ছবি
• ফুটপাত হকারমুক্ত করে পুনর্বাসন করা হবে
• ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ
সিলেট নগরীতে যানজটের কারণ চিহ্নিত করে এবার বড় ধরণের অভিযানে নামছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অবৈধ যানবাহন ও ফুটপাত দখলমুক্ত করতে এবং, যত্রতত্র গাড়ি পার্কিং এবং ব্যাটারি চালিত রিকশার চলাচল পুরোদমে বন্ধ করে দেয়া হবে।
পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে অভিযানে নামবে এসএমপির ট্রাফিক বিভাগ, ক্রাইম ইউনিটসহ পুলিশের বিভিন্ন সংস্থা। সমন্বিত এই অভিযানের আগে রোববার সতর্ক করে সময় দেয়া হয়েছে। যদি কেউ নির্দেশনা অমান্য করেন, তবে নিয়মিত মামলায় জেলে যেতে হবে।
এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার থেকে নগরীতে চলাচল করা অবৈধ সিএনজি, ব্যাটারি চালিত রিকশা, অনিবন্ধিত চোরাই গাড়ি পাওয়া গেলে তা ডাম্পিংয়ে নেওয়া হবে। সেই সাথে একেই নাম্বারে একাধিক সিএনজি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদ, অবৈধ সিএনজি, ব্যাটারি চালিত যানবাহন ও চোরাই গাড়ি ডাম্পিংয়ে নেওয়া হবে। ট্রাফিক, ক্রাইম ইউনিটসহ এসএমপির সব ইউং একসাথে মাঠে নামবে।
এছাড়া দোকানীদের যারা ফুটপাত দখল করে পসরা সাজিয়েছেন কিংবা ভাড়া দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ফুটপাত দখল করে বসা দোকানপাট, অবৈধ স্টল ও স্থাপনাও উচ্ছেদে রোববার স্পষ্ট বার্তা দেওয়া হবে। আল্টিমেটাম দিয়ে যৌথ টিম মাঠে নামবে। মূলত; নগরীর শৃঙ্খলা ফেরাতে আমাদের এই উদ্যোগ। জনগণের ভোগান্তি কমানোই মূল লক্ষ্য। সোমবার থেকে নিয়মিত এই অভিযান চলবে।
এরইমধ্যে নবাগত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাগরিক সেবায় 'জিনিয়া' (GenieA) নামে প্রযুক্তি নির্ভর মোবাইল অ্যাপ চালু করেন। এরপর মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করে ব্যবহারকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া, ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে ক্বীন ব্রিজ থেকে হকারদের উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা-ই রাফিন সরকার ও সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এ সময় উচ্ছেদ অভিযান তদারকিতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ওইদিন তিনি বলেন, আগে ফুটপাত দখল মুক্ত করতে চেষ্টা চালিয়েও পারিনি। এখন যেমন প্রশাসনের সহযোগীতা ও স্বতস্ফূর্ততা রয়েছে, তা আগে ছিল না।
এদিকে, হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘীপাড়ে নির্ধারিত স্থানে শেড নির্মাণের কাজ চলছে।