ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৮:৪৫, ২০ সেপ্টেম্বর ২০২৫
* সিসি ক্যামেরা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
* সাদাপোশাকে নজরদারিতে থাকবে মণ্ডপ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। দূর্গাপূজাকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান।
এতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, সিলেট ঐতিহ্যগতভাবেই সম্প্রীতির নগরী। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। তাই সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে এবং দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা এবং সামাজিক সচেতনতাকে নিরাপদ দুর্গোৎসব আয়োজনের মূল চাবিকাঠি হিসেবেও তাঁরা উল্লেখ করেন।
সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য জেলা জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলায় বিশেষ নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসিটিভি নজরদারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং র্যাব-পুলিশ ও সাদাপোশাক ধারির পুলিশের টহল থাকবে। এছাড়া যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানে কন্ট্রোল রুম ও জরুরি রেসপন্স টিম প্রস্তুত থাকবে।
সভায় উপস্থিত সবাই আসন্ন দুর্গোৎসবকে ঘিরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, এ বছর সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ১৪২টি ও পারিবারিক আয়োজনে ২০টি পূজো অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সিলেট মহানগর এলাকায় সর্বমোট ১৬২টি মণ্ডপে পূজো অনুষ্ঠিত হবে। সিলেট জেলার বিভিন্ন উপজেলায় সার্বজনীন পূজো হবে ৪২৭টি এবং পারিবারিক পূজো হবে ২৯টি। সিলেট জেলার সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে সর্বমোট ৪৫৬টি পূজো হবে। সিলেট জেলা এবং সিলেট মহানগর মিলিয়ে সর্বমোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে আয়োজিত হবে।
দুর্গাপূজার প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ বলেন, ‘সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবেই হবে বলে আশা করা যাচ্ছে।’
তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা, সার্বক্ষণিক জেনারেটর রাখা এবং সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য আমরা সকল পূজোর আয়োজকদের সবিনয় অনুরোধ করেছি। আশা রাখছি, এবারও সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদ উৎসব উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।’