ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:৩১, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৫
এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক শূণ্য।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে সিলেটে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এ ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প তুলনামূলকভাবে হালকা। এতে সাধারণত বড় ধরনের ক্ষতির ঝুঁকি না থাকলেও ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।