ব্রেকিং
দিরাই প্রতিনিধি:
প্রকাশ: ২০:১৭, ৫ আগস্ট ২০২৫
সুনামগঞ্জের দিরাইয়ে সারাদেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন দলের অংশগ্রহণে পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস।
মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিস্নাত আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলেদলে মিছিল আসতে শুরু হয়| প্রতিটি দলের মিছিল যার যার কার্যালয়ে এসে জড়ো হয় এবং পরবর্তীতে এক সাথে সবাই বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পথ সভায় মিলিত হন।
দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীর হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য, সাব্বির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, প্রমূখ।
এছাড়াও জায়ামাতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা উদযাপন করেছে।