ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:৪৬, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:৩৯, ১৯ জুলাই ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গেজেটভুক্ত সিলেটের ১৪ জন শহীদের স্বরণে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে 'এক শহীদ -এক বৃক্ষ' কর্মসূচির অংশ হিসেবে ১৪ টি বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে সিলেট নগরীর কাজিরবাজারস্থ জামিয়া মাদানিয়া ইসলামিয়ায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
জেলা প্রশাসক বলেন, এ বৃক্ষগুলো সদকায়ে জারিয়া হিসেবে রোপন করা হলো। এগুলো থেকে শহীদরা সব সময় সোয়াব পাবেন।
এতে অংশ নেন বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবীর, মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুছ ছোবহান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক রেজাউল হক ডালিম। এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটের যেসব শহীদদের নাম বৃক্ষ রোপন করা হয়েছে তাঁরা হলেন, শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব, তারেক আহমদ, মো. নাজমুল ইসলাম, মো. তাজ উদ্দিন, সানি আহমদ, মো. পাবেল আহমদ কামরুল, জয় আহমদ, ময়নুল ইসলাম, মো. রায়হান উদ্দিন, মিনহাজ আহমদ, গৌছ উদ্দিন, সোহেল আহমদ, মো. মোস্তাক হোসেন ও ওয়াসিম।
বৃক্ষরোপণ কার্যক্রম শেষে মোনাজাত পরিচালনা করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।