ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৭:৫৮, ৩১ জুলাই ২০২৫
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ (বিমানে উঠার সিড়ি) মেরামতের সময় চাকা ফেটে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহত কর্মির (টেকনিশিয়ান) নাম রুমান মিয়া (২৮) এবং আহত হয়েছেন এনামুল হক (২৪)।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ (বিমানে উঠার সিড়ি) মেরামতের সময় চাকা ফেটে বিমানবন্দরের রক্ষণাক্ষেণের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মী গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওসমানীতে আইসিউ না পাওয়ায় পার্শ্ববর্তী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রুমান মিয়া (২৮) নামের একজন টেকনেশিয়ান মারা যায়। তিনি সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানার লুছাই গ্রামের মছর মিয়ার পুত্র।
আহত অপরজন এনামুল হক (২৪)। তিনি সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানার আইয়ুব আলীর পুত্র। আহত এনামুল বর্তমানে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম আমার দেশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকা ফেটে যাওয়ার ঘটনার ব্যাপারে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, এটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠানের কর্মীরা চাকা মেরামতের সময় চাকা ফেটে আহত হন। আহতদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, আহতদের মধ্যে গুরুতর আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং ওসমানী মেডিকেল হাসপাতালে আইসিইউতে সিট খালি না থাকায় তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমান নামের এই কর্মী মারা যান। তবে এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক দুর্ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।