ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৯:১৫, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:১৮, ২৯ জুলাই ২০২৫
বিশ্বনাথ উপজেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে জুতাপেটার দায়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীকে ২ মাসের সাজা ও ২ শত টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. রুবেল মিয়া শুনানি শেষে এই রায় প্রদান করেন।
তবে আদালত থেকে আপীলের শর্তে আসামীদের জামিন দেয়ায় কারাগারে যেতে হয়নি সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে।
জানা গেছে, ২০২২ সালে বিশ্বনাথ উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক দু'বারের চেয়ারম্যান মো. লিলু মিয়া সিলেটের ৩নং আমলগ্রহণকারী আদালতে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। (জি.আর মামলা নং ৫৫/২০২২)।
এ মামলায় সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মো. রুবেল মিয়া বাদী-বিবাদী পক্ষের মধ্যে দীর্ঘ শুনানি শেষে ছিনতাইকৃত অর্থসহ অন্যান্য অভিযোগ থেকে অভিযুক্তদের অব্যাহতি দিলেও শারীরিক জখমের অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় মামলার প্রধান আসামী বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী ও অপর আসামী বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলমকে দু’মাসের কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী বলেন, এই রায়ের বিরুদ্ধে আমি আপিল করবো।
অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক দু'বারের চেয়ারম্যান মো. লিলু মিয়া বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট।