ব্রেকিং
প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশ: ১৯:১৪, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:১৫, ২২ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কয়েকজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ও অনেকের আহত হওয়ার ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা বক্তারা বলেন, “যদি কারিগরি ত্রুটি, অনুপযুক্ত বিমান রক্ষণাবেক্ষণ কিংবা নীতিগত অবহেলায় এই দুর্ঘটনা ঘটে থাকে, তবে তার পূর্ণ দায় রাষ্ট্রকেই নিতে হবে। এ ধরনের শোকাবহ দুর্ঘটনা বারবার ঘটছে—যা প্রমাণ করে, রাষ্ট্র তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে।”
বক্তৃতারা বলেন, জুলাই মাসে যখন দেশবাসী ‘নতুন বাংলাদেশ’-এর স্বপ্ন দেখছিল, তখনই এই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এটি নিছক একটি দুর্ঘটনা নয়—এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতিচ্ছবি। প্রশ্ন হচ্ছে, দেশের আকাশসীমা নিরাপদ রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমোদনে কীভাবে একটি অনুপযুক্ত ও পুরনো প্রশিক্ষণ বিমান শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত হলো?