ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৭:৪১, ২৩ জুলাই ২০২৫
সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক এখন হকারদের দখলে। বিশেষ করে গত ৫/৬ মাস থেকে হকার বেপরোয়া হয়ে উঠেছে। সকাল থেকে ফুটপাত দখল করে রাত পর্যন্ত তারা পসরা সাজিয়ে মার্কেটের মতো বিভিন্ন পণ্য বিকিকিনি করছে। প্রচন্ড যানজটে নগরবাসী নাকাল হলেও এ ব্যাপারে হকাররা সড়ে যায়নি বা তাদের সরিয়ে দিতে কোনো উদ্যোগ নিচ্ছে না সিলেট সিটি কর্পোরেশন ও প্রশাসন।
ফুটপাত দিয়ে সাধারণ জনগণও চলাচল করতে পারছে না। ফুটপাতের পাশাপাশি সড়কের অর্ধেক জায়গা দখল করে নিয়েছে তারা। হকারদের কাছে জিম্মি হয়ে পড়েছেন নগরাবাসী। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বারবার ফুটপাত ও সড়ক হকারমুক্ত করার দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
তাই ফুটপাত ও সড়ক হকার মুক্ত করার দাবিতে স্থানীয় তিনটি সংগঠন বুধবার ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করে। সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা ১০ মিনিটের শোয়া কর্মসূচি ও নগরভবনের সামনে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ১টা থেকে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। কর্মসূচি পালনকারী সংগঠনগুলো হচ্ছে-সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।
কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করেন, সিলেট নগরীর বিভিন্ন ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা চালানো হচ্ছে। এসব দখলদারদের কাছ থেকে নিয়মিত টাকা নেন কিছু রাজনৈতিক নেতা, সিটি করপোরেশনের কতিপয় কর্মচারী এবং পুলিশের কিছু সদস্য। এ কারণেই তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয় না।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ধারাবাহিকভাবে একের পর এক কর্মসূচী পালন করা হলেও ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্ণপাত করছেন না। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ১২ আগস্টের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে ১৩ আগস্ট (বুধবার) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান গেইটে ৩ ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করা হবে।
জাতীয় যুব সংগঠক পদকপ্রাপ্ত ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন মো: রফিকুল ইসলাম শিতাব।
বক্তব্য রাখেন মোহাম্মদ সাজ্জাদ খান, মো: আমিনুল ইসলাম ডিনেস, মাওলানা আব্দুর রহিম, তোফায়েল চৌধুরী, মো: ইব্রাহিম মিয়া, আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, কামাল আহমদ, মো: নুর হোসেন ও মো: ফুজায়েল আহমদ প্রমুখ।