ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৯:৫৯, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ২০:০০, ২৪ জুলাই ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলে মনে করি। কিন্তু এর আগে অবশ্যই বেসিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের স্মরণে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বেসিক সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন হলে জাতির জন্য তা বেদনাদায়ক হবে মন্তব্য করে তিনি বলেন, দু'চারজন বড় অপরাধীর বিচার হলে জাতি বুঝতে পারবে, বিচার শুরু হয়েছে। বাকি কাজগুলো পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন। বিচার ও সংস্কার নিয়ে কোনো টালবাহানা করলে যুব সমাজ মেনে নেবে না। যুব সমাজ এখন পথ পেয়ে গেছে, কোনো ধানাইপানাই চলবে না। যুব সমাজ আলোকিত সমাজ দেশ গঠনের হাতিয়ার।
তিনি বলেন, মানবতা মরে যায়নি, এখনও বেঁচে আছে, যারা শহীদ হয়েছেন, তাদের ৭০ ভাগই খেটে-খাওয়া মানুষ। দল হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদের পাশে আছি। আমরা শহীদ পরিবারকে বলেছি, আপনারা সুখের সময় স্মরণ না করলেও চলবে, যেকোনো প্রয়োজনে আমাদেরকে বলবেন, জামায়াত আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, শহীদ পরিবারের স্বপ্ন পূরণে কাজ করছে জামায়াত । আমরা বড় একটি কাজ হাতে নিয়েছি। শহীদদের তালিকা নির্ভুল ভাবে তৈরি করা। দুইটি ভলিউম ইতোমধ্যে বের হয়েছে। আমরা আহতদেরও ডাটাবেইজ তৈরির কাজ করছি।
জামায়াত আমীর বলেন, এ কাজ কোনো দলের নয়, এই কাজ সরকারের। শহীদদের রক্তের উপর দাড়িয়ে আছে এই সরকার। কিন্তু সরকার কেন এই কাজটি করছে না। সরকারের দায়িত্ব অনেক, কিন্তু তারা সেটা পালন করছে না। আমরা সরকারের দূর্বলতার কথা বলেই যাবো। তিনি বলেন, সরকারের ভালো কাজে আমাদের সহযোগিতা থাকবে। তবে সরকারের দুর্বল জায়গার কথা আমরা বলে যাবো।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা সরকারকে দুইটা বিষয়ে বলেছি, একটি হচ্ছে খুনিদের বিচার নিশ্চিত করা। আরেকটি শহীদ পরিবারের পাশে দাঁড়ানো। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কারো প্রভুত্ব মানবে না। আমরা আমাদের অধিকার খর্ব করবো না। কোনো প্রতিবেশী দেশ প্রভুত্ব করার চেষ্টা করলে ১৮ কোটি মানুষ রুখে দাঁড়াবে। যদি আমরা চরিত্রের সংকট দূর করতে পারলে আলোকিত একটি দেশ গড়ে উঠবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মখলিছুর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমায়দী, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, শাহপরান থানা পূর্ব জামায়াতের আমীর শামীম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি গাজী রহমত উল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক আবু সাইদ, জুলাই শহীদ পরিবারের সদস্য পারুল মিয়া, শহীদ রায়হান উদ্দিনের বড় ভাই শহীদ সিয়াম উদ্দিন, শহীদ পঙ্কজের পিতা নিখিল চন্দ্র, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা গৌছুল আলম রুহেল ও সালমান বিন শুয়াইব প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।