ঢাকা, সোমবার, ০৪ আগস্ট ২০২৫

১৯ শ্রাবণ ১৪৩২, ০৯ সফর ১৪৪৭

ব্রেকিং

Scroll
গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট
Scroll
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ
Scroll
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Scroll
সিলেটে জাল প্রবেশপত্রধারী আটক ছাত্রীকে ১ বছরের কারাদণ্ড
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬: সিলেটের ৬টি আসনে যারা লড়তে চান
Scroll
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা
Scroll
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্ধুসহ গ্রেফতার ২
Scroll
প্রবল বৃষ্টিতে সিলেট শহরে হাঁটুপানি
Scroll
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন
Scroll
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
Scroll
সিলেটে এড. শামসুল হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি
Scroll
৪ মাস পর ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
Scroll
দেশে ফিরলেন খালেদা জিয়া
Scroll
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১৪
Scroll
সিলেটে কেএফসি গুড়িয়ে পতাকা উড়ালো ছাত্র-জনতা, বাটা ও ইউনিমার্টে ভাঙচুর
Scroll
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
Scroll
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
Scroll
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

সিলেটে দোয়া মাহফিল ও আলোচনায় স্বপন

দেশের সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ১৮:১৭, ২৪ জুলাই ২০২৫

দেশের সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন

সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় নির্বাচন। নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার দরকার অবিলম্বে তা করতে হবে, তা করতে বিলম্ব হলে আমরা আমাদের কণ্ঠস্বরকে কঠিন করব, বিলম্বকে আমরা বরদাশত করব না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেটের দক্ষিণ সুরমাস্থ ময়ুর কুঞ্জ কমিউনিটি সেন্টারে দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন জনগণকে রাষ্ট্রক্ষমতায় যুক্ত করতে হবে। যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিক জনগণের হাতে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। শেখ হাসিনা মনে করতো সে এবং তার পরিবার রাষ্ট্রের মালিক, কিন্তু আমরা মনে করি রাষ্ট্রের মালিক জনগণ। অতএব ব্যালটের মাধ্যমে রাষ্ট্রের মালিকদের রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। 

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও বিশেষ বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল।

প্রধান বক্তার বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, যারা অপ্রয়োজনে নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায়, তারা জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখতে চায়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অপরাধে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। ভবিষ্যতেও কেউ যদি জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র দখল করতে চায় তাদেরকেও কোনো ছাড় দেয়া হবে না। 

বিশেষ বক্তার বক্তব্যে হাবিব-উন নবী খান সোহেল বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র গঠন করব যেখানে নিশিরাতের ভোট হবে না। গত ১৭ বছরে বিএনপির ৭০০ নেতাকর্মী গুম হয়েছে, হাজারো নেতাকর্মী খুন হয়েছে। গত জুলাই আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছে। অসংখ্য মামলা এখনো চলমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। 

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাওয়া ক্লাবের সভাপতি কর্ণেল (অব:) আব্দুল হক, জেলা বিএনপির সভাপতি সহ-সভাপতি শাহবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেন হোসেন, মাছুল আলম। সভা শেষে দোয়া পরিচালনা করেন কদমতলী মসজিদের ইমাম ও খতিব মজির উদ্দিন কাশেমী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন