ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৬:৫১, ২২ জুলাই ২০২৫
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার সাধারণ সম্পাদক পলাতক রাহেল সিরাজের সহযোগী চিহ্নিত সন্ত্রাসী ক্যাডার আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।
সোমবার (২১ জুলাই) মধ্যরাত সাড়ে ১২টার দিকে সাপ্লাই এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ছাত্রলীগ ক্যাডার আব্দুল আহাদ (২৭) সাপ্লাই রোডের কলবাখানি এলাকার গোলাম গফুর মিয়ার ছেলে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একটি সূত্র জানায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তানজিনা বেগম নামের এক শিক্ষার্থীকে হত্যার জন্য গলাটিপে ধরেছিল ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এই আহাদ। শিক্ষার্থীর গলা টিপে ধরা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।
ওই শিক্ষার্থীর এবিষয়ে তার ফেসবুকে ওয়ালে লিখেছিলেন, ’প্রথম আঘাতেই ছাত্রলীগ তার নাক ফাঁটিয়ে দেয়। তবুও তিনি উঠে দাঁড়ালে একজন ছাত্রলীগের সন্ত্রাসী তার গলা টিপে ধরে’৷
জানা যায়, সোমবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায় স্থানীয় লোকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আব্দুল আহাদকে সাপ্লাই রোড এলাকায় মারধর করে সিলেটের এয়ারপোর্ট থানায় সৌপর্দ করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, সোমবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আব্দুল আহাদ নামের এক নেতাকে পুলিশের হাতে সৌপর্দ করে স্থানীয় জনতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে কিছুটা সুস্থ হলে আমরা তাকে আদালতে প্রেরণ করবো।