ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩:১৯, ১৯ জুলাই ২০২৫
হবিগঞ্জ সমিতি সিলেট'র দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সবার সর্বসম্মতিতে ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী-কে সভাপতি ও সহকারী অধ্যাপক একেএম মাহমুদুল আলম মারুফ-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ।
প্রধান অতিথি নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হবিগঞ্জ সমিতি সিলেটের কার্যক্রম উত্তরোত্তর এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন।