ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

ঢাকা-সিলেট সড়কের বাহুবলে দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা:

প্রকাশ: ১৭:০১, ১৯ মে ২০২৫

ঢাকা-সিলেট সড়কের বাহুবলে দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি দুর্ঘটনায় চালকসহ দু’জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার পৃথক এ তিনটি দুর্ঘটনা ঘটে। বেলা আড়াইটার দিকে উপজেলার চারগাও নামক স্থানে শামীম এন্টারপ্রাইজের মোমেনশাহীগামী বাস ও কুমিল্লা থেকে সুনামগঞ্জগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ দু’জন নিহত ও ১০ জন আহত হয়।

নিহত বাস চালক হচ্ছে ময়মনসিংহ সদরের মাশকান্দা গ্রামের সুলতান মিয়ার ছেলে তৌকির (৩০)। লাশ দুটি হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কে বাহুবলের মহিষদুলং নামক স্থানে হবিগঞ্জ বিরতিহীন দু’টি বাস (ঢাকামেট্রো-ব ১৪-২৯৭০) এবং (ঢাকামেট্রো-ড-১১-২৬৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক সোহেল মিয়াসহ দু’জন আহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ট্রাক চালক সোহেল মিয়া গাড়ি নিয়ে সম্ভপুর থেকে বাহুবলের উদ্দেশ্যে রওয়ানা দেন। ট্রাকটি উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মহিষদুলং নামক স্থানে পৌঁছামাত্র হবিগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী বিরতিহীন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন ট্রাক চালক সোহেলকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠান।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে, বেলা ২টার দিকে মহাসড়কের শেওরাতুলি নামক স্থানে আরেকটি দুর্ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন