ব্রেকিং
অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৪:২৪, ১৯ মে ২০২৫
ছবি-সংগৃহীত
ফ্যামিলি ভিসায় যারা ইতালি যাবেন তাদের জন্য সুখবর দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে। বর্তমান ২০২৫ সালের পারিবারিক ফাইলগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ করা ভিসা অফিসের একটি অগ্রাধিকার।
সোমবার (১৯ মে) ঢাকার ইতালি দূতাবাস ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আবেদন নিয়ে এ সুখবর দিয়েছে।
দূতাবাসের এক বার্তায় জানানো হয়, কিছু আবেদনকারীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে ইতালি দূতাবাস জানাতে চায় যে তাদের ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে। বর্তমান ২০২৫ সালের পারিবারিক ফাইলগুলো নির্ধারিত সময়সীমার প্রক্রিয়াকরণ করা ভিসা অফিসের একটি অগ্রাধিকার, যা প্রযোজ্য আইনের অধীনে সম্পন্ন হচ্ছে। একইসঙ্গে দূতাবাস ২০২৪ সালের ব্যাকলগ (পিছিয়ে থাকা আবেদন) দূরীকরণের জন্য ধারাবাহিক এবং বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী কাজ করছে।
এর মধ্যে রয়েছে জরুরি কেসগুলোর প্রক্রিয়াকরণ, যেমন শিশু বা মানবিক পরিস্থিতির বিষয়। কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত এবং আইনি বিবেচনার কারণে অগ্রাধিকারভুক্ত হয়ে প্রক্রিয়া করা হচ্ছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ইতালি দূতাবাস আবেদনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে তাদের ভিসা প্রক্রিয়া সংক্রান্ত আপডেটের জন্য অপেক্ষা করেন।