ব্রেকিং
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা:
প্রকাশ: ১৪:৫৩, ১২ মে ২০২৫
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর থেকে মহিষখলা যাওয়ার পথে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় মোটরসাইকেলের গতিরোধ করে কয়েকজন দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
ঘটনার দিন রাতেই তিনজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রায়হান উদ্দিন।
ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিকেলে বংশীকুন্ডা বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহেবুর আলমের নির্দেশে ও তার ভাগিনা ছাত্রদল কর্মী রামিমুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগসূত্রে জানা গেছে। এসময় তার সঙ্গে থাকা ১ লাখ টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে গেছে মর্মে অভিযোগে উল্লেখ করেন তিনি।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।