ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৬:৩৭, ১৭ জুলাই ২০২৫
সিলেটে নতুন বাসা নির্মাণ করতে যাওয়া এক প্রবাসীর কাছে বারবার চাঁদা চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাতে তাকে নগরের মেজরটিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাহাদত ইসলাম সুমন (৩২) শাহপরাণ (র.) থানাধীন ইসলামপুরের পশ্চিম ভাটপাড়ার মৃত আবুল কালমের ছেলে।
পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় বসবাসরত দুবাই প্রবাসী ঝিন্টু চন্দ(৫৫) ২০১৩ সালে দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় ৪ শতাংশ জমি বাসা নির্মাণের উদ্দেশ্যে কিনেন। সম্প্রতি তিনি উক্ত জমিতে নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় এক যুবক সাহাদত ইসলাম সুমন তার কাছে একাধিকবার ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেয় সে। পরে ঝিন্টু চন্দ শাহপরাণ (র.) থানায় অভিযোগ করলে পুলিশ বুধবার রাত ১১ টায় মেজরটিলা এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, আসামিকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।