ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ২০:০১, ১৩ জুলাই ২০২৫
সিলেটে চা দিতে দেরী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুনের ৮ ঘন্টার মধ্যে প্রধান আসামী আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এই ঘটনায় পাঁচজনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান আসামী আব্বাসকে গ্রেফতার করেছে এবং বাকি আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্ল্যেখ, রোববার সকালে কাজিরবাজার মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে প্রবেশ করেন আব্বাস। সেই সময়ে চা দিতে দেরী হওয়ায় আব্বাসের সাথে কথা কাটাকাটি হয় দিনার আহমদ রুমনের। কিছুক্ষণ পর আব্বাস তার ছেলেসহ কয়েকজন সহযোগী নিয়ে ফের হোটেলে এসে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রুমনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হোটেল কর্মচারী সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সব্দলপুর গ্রামের মৃত: তখলিছ মিয়ার ছেলে মো. দিনার আহমদ রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়।