ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

৩ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৭

ব্রেকিং

Scroll
গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট
Scroll
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ
Scroll
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
Scroll
সিলেটে জাল প্রবেশপত্রধারী আটক ছাত্রীকে ১ বছরের কারাদণ্ড
Scroll
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬: সিলেটের ৬টি আসনে যারা লড়তে চান
Scroll
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র সমন্বয় কমিটি ঘোষণা
Scroll
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্ধুসহ গ্রেফতার ২
Scroll
প্রবল বৃষ্টিতে সিলেট শহরে হাঁটুপানি
Scroll
সিলেট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে বিএসএফের পুশইন
Scroll
ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
Scroll
সিলেটে এড. শামসুল হত্যা মামলায় ৩ আসামির ফাঁসি
Scroll
৪ মাস পর ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
Scroll
দেশে ফিরলেন খালেদা জিয়া
Scroll
সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১৪
Scroll
সিলেটে কেএফসি গুড়িয়ে পতাকা উড়ালো ছাত্র-জনতা, বাটা ও ইউনিমার্টে ভাঙচুর
Scroll
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
Scroll
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
Scroll
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের

তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল: আনিসুল হক

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১৮:২১, ১৭ জুলাই ২০২৫

তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল: আনিসুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা তৃণমূল থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে উল্লেখ করে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক বলেছেন, “এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। কারণ তারা জানে, আগামী দিনে দেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি আসবে—এ বাস্তবতাই তাদের আতঙ্কিত করে তুলেছে।”

বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসৈনিক। দলকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য তিনি কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ এক শ্রেণির সুবিধাভোগী গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তারা সফল হবে না, কারণ হাওরের মানুষ এখন অনেক সচেতন।”

তিনি আরও বলেন, “সুনামগঞ্জ-১ আসনের জনগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে এসব মিথ্যাচারকারীদের দাঁতভাঙা জবাব দেবে। মানুষ এখন আর ধোঁকায় পড়ে না।”

জনসভায় আনিসুল হক বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা তুলে ধরে বলেন, “এই ৩১ দফা কেবল রাজনৈতিক দলীয় এজেন্ডা নয়;এটি একটি গণমুখী রূপকল্প। যেখানে স্বাধীনতা,গণতন্ত্র,মানবাধিকার, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি রয়েছে।”

তিনি সভায় লিফলেট বিতরণের পাশাপাশি নিজেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো.আব্দুল কাইয়ুম মজনু এবং উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার।

জনসভায় আরও বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এস.এম রহমত, মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সইফুল, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রুকন উদ্দিন, শ্রমিক দলের আহবায়ক মো. আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. শেখ ফরিদ, মো. বাপ্পী হাসান প্রমুখ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন