ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৫:৫৯, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:০০, ১৩ জুলাই ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে রয়েছে। তাই তাদের ডানেবামে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না।
রোববার (১৩ জুলাই) দুপুরে সিলেটের সুবিদবাজারের পিটিআই অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাজধানীতে যুবদল নেতাকে নৃশংস কায়দার হত্যার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রতিক ঘটনাবলীর সাথে বিএনপির রাজনীতিকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো অন্যায়কারীর পক্ষে বিএনপি দাড়ায়নি এবং দাড়াবে না। মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন তো সম্পৃক্ত না। খুঁজে দেখেন, আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান। তাহলেই মব ভায়োলেন্সের সাথে জড়িতদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত, তারাই এই সমস্ত ঘটিয়েছে। এবং সেই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরী। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও এম এ মালিক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী প্রমুখ।