ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৪:৩৯, ১৭ জুলাই ২০২৫
সিলেটের শাহপরাণ থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সফি আহমদ চৌধুরী সুমনকে (৪৮) গ্রেফতার করে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের মৃত মহিউদ্দিন আহমদ চৌধুরী ও নাদিরা চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর আরামবাগ এলাকার ৭/২ রশিদ মঞ্জিলে বসবাস করছিলেন।
বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, গত সোমবার (১৪ জুলাই) আনুমানিক রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী (৩২)-কে এলোপাতাড়ি মারধর করেন। এতে স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
এরপর ১৬ জুলাই ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে সুমন তার স্ত্রীর ফুফাতো ভাইকে ফোন করে জানান যে নিশাত ‘আত্মহত্যা করেছেন’। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে নিশাতকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাত ও কালচে জখমের চিহ্ন দেখা যায়।
স্বজনদের অভিযোগ, হত্যার ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করেন সুমন।
খবর পেয়ে শাহপরাণ (রহঃ) থানা পুলিশের একটি দল সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিলেট মেট্রপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।