ব্রেকিং
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৪:১৮, ১৬ জুলাই ২০২৫
প্রতীকী ছবি
সিলেট নগরীর ব্যস্ততম কোর্ট পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট পয়েন্টের মধুবন মার্কেটের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।