ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্থাব

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা:

প্রকাশ: ১৯:৫১, ৪ মে ২০২৫

মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্থাব

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুর নবী তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে অনাস্থার আবেদন করেছেন একই পরিষদের ৭ সদস্য।

রোববার (৪ মে) দুপুরে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের কাছে এই অনাস্থার আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. সৈয়দ হোসেন।

একই দিন বিকেলে উপজেলার মহিষখলা বাজারে চেয়ারম্যান অনাস্থার দাবিতে ইউপি সদস্য ও সাধারণ জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

অনাস্থার আবেদনে স্বাক্ষর করা ইউপি সদস্যরা হলেন, মো: আব্দুস সাত্তার, মো: আমিনুল ইসলাম, মো: সৈয়দ হোসেন, মো: আব্দুল মান্নান, সবুজ মিয়া, মো: আব্দুল মোতালেব ও মো: মজিবুর রহমান।

তবে অনাস্থার আবেদন পত্রে স্বাক্ষর করা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মজিবুর রহমান চেয়ারম্যান অনাস্থার আবেদন পত্রে স্বাক্ষর করার বিষয়টি অস্বীকার করেছেন।

এব্যাপারে তিনি জানান, ইউপি সদস্য মো: আমিনুল ইসলাম তাকে ভুল বুঝিয়ে টাকা উত্তোলনের কথা বলে অনাস্থার আবেদনে স্বাক্ষর নিয়েছেন। এজন্যে তিনি ইউপি চেয়ারম্যানের অনাস্থার পক্ষে নন মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করতে উপজেলা কার্যালয়ে গিয়েছেন বলে জানান।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো: নুর নবী তালুকদার বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। সঠিকভাবে তদন্ত হলে অবশ্যই সত্য প্রমাণিত হবে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, “বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুনবী তালুকদারের বিরুদ্ধে একটি অনাস্থার প্রস্থাব পেয়েছি। এ বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন